বাংলাদেশের একাদশ কেমন হবে?
আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টিম
ম্যাচ টি গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়
কেমন হবে মিরপুরের উইকেট?
কারা থাকছে একাদশের একাদশে?
![]() |
বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস |
তার সাথে ওপেনিংয়ে আছেন পারভেজ হোসাইন ইমন যদিও তিনি তার শেষ টি টোয়েন্টি শ্রীলংকা বিপক্ষে শেষ দুই ম্যাচে ০ শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। তার পরেও নির্বাচক দের নজর পারভেজ হোসাইন ইমনের দিকেই থাকবে,
এর পরে থাকছেন লিটন কুমার দাসও তাওহীদ হৃদয়
শেষ টিটুয়েন্টি সিরিজে শামিম হোসেন পাটোয়ারী দারুন ছন্দে রয়েছে তাই বলাই যায় তিনি একাদশে নিশ্চিত তার সাথে থাকছেন জাকের আলী অনিক যদিও তিনি শেষ সিরিজে ভালো ছন্দে ছিলেন না। তাই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলানো যেতে পারে, শেখ মেহেদী হাসান তিনিও নিশ্চিত। শ্রীলংকা সিরিজের শেষ ম্যাচে চার ওভারে বোলিং করে ১১ রান দিয়ে ৪ টা উইকেট তুলে নেন,,প্রথম ম্যাচ জায়গা হচ্ছে না মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলামের
- বাংলাদেশের সম্ভবত একাদশ -তানজিদ হোসেন তামিম, পারভেজ হোসাইন ইমন,লিটন কুমার দাস, তওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান
0 Please Share a Your Opinion.: